1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

দক্ষিণ সুরমা থানায় চোরাই মোটরসাইকেল সহ ০১ জন আটক


চীফ রিপোর্টার,সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ গত ১২/১২/২০২০খ্রি: তারিখ রাত অনুমান ০৭.৪০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজারস্থ নাছির এন্টারপ্রাইজের ব্যবসায়ী নাছির আলী (৩৩) তাহার ০১টি কালো রংয়ের পুরাতন পালসার মোটরসাইকেল (যাহার রেজি নং-সিলেট-ল-১১-১৭১৯,) টি তাহার দোকানের সামনে রাখিয়া দোকান ঘরে প্রবেশ করে। রাত অনুমান ০৭.৫০ ঘটিকায় মোটরসাইকেলটি দোকানের সামনে হইতে চুরি করিয়া নেওয়ার সময় বাদী মোটরসাইকেল চালানোর শব্দ শুনিয়া দ্রুত বাহির হইয়া দেখিতে পান যে, একজন অজ্ঞাতনামা লোক মোটরসাইকেলটি চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে সিলেট শহরের দিকে নিয়ে যাচ্ছে এবং একটি সিএনজি গাড়ীও দ্রুত পিছনে পিছনে পালিয়ে যাচ্ছে। তখন বাদী স্থানীয় জনগনের সহায়তায় উক্ত মোটরসাইকেলের পিছনে পিছনে ধাওয়া করিয়া দক্ষিন সুরমা থানাধীন তেতলী চেরাগী জনৈক মোহাম্মদ আলীর বাসার সামনে পাকা রাস্তার উপর হইতে রাত অনুমান ০৮.০৫ ঘটিকায় চোরাই যাওয়া মোটরসাইকেলটি সহ আসামী মো: কয়েছ আহমদ তালুকদার (৩৪), পিতা-শহিদ আলী তালুকদার, মাতা-সুফিয়া বেগম, স্ত্রী-রুহেলা বেগম, সাং-গোটাটিকর (পূর্বপাড়া), থানা-মোগলাবাজার, জেলা-সিলেট কে আটক করেন। সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আটককৃত আসামী কে পুলিশ হেফাজতে নেয় এবং চোরাইকৃত মোটরসাইকেলটি জব্দ করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার সহযোগী পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। বাদীর এজাহারের প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১১, তাং-১২/১২/২০২০খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখতার হোসেন, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet