নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ আসন্ন সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে হাবিবুর রহমান হাবিবের নৌকা প্রতিকের সমর্থনে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্বভাগ গ্রামের ঘরে ঘরে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) গণসংযোগ করা হয়।
গংণসংযোগে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদল জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সহ-সভাপতি ইসহাক আলী, সহ-সভাপতি হারুন মিয়া,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হারিছ মিয়া, জালালপুর ইউ/পি’র ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, লালাবাজার ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আব্দুল হোসেন, জালালপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক এপ্রিল আলী, জালালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব আজাদ মিয়া, সহ-সভাপতি সাদেক আলী, সাংগঠনিক সম্পাদক মতিন আহমদ, লালাবাজার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম,শেখ রাসেল পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ জয়, লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী আহসান আদনান,কাওসার আহমদ প্রমুখ।
গংণসংযোগ শেষে জালালপুর বাজারে নির্বাচনী অফিসে তাৎক্ষণিক প্রচারণা সভা অনুষ্টিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেল যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।