1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১, ০৬:৫৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২০ জুন, ২০২১

দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেছেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে নির্বাচিত করতে যুবলীগের প্রত্যেক নেতা- কর্মীকে কাজ করতে হবে। যুবলীগ নেতা-কর্মীরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ ও নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। তবেই নৌকার বিজয় নিশ্চিত হবে।

তিনি রোববার (২০ জুন) দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমি তরুণ প্রজন্মের প্রার্থী, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবেই আমাকে মনোনিত করেছেন। সুতরাং তরুণ ও যুব সমাজের প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ বলেন- ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করতে যুবলীগের নেতাকর্মীদের জোড়ালো ভূমিকা রাখতে হবে।

দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আশিক আলীর পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. ছালেহ আহমদ হীরা, ধর্ম বিষয়ক সম্পাদক হাজি রইছ আলী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এড.শামীম আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, এম.সি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউ.কে’র সভাপতি সেলিম আহমেদ, আওয়ামী লীগ মুজিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী ,খালেদ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, সাজলু লস্কর।
এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য সুহেল আহমদ কর্ণেল, হুসেন মিনহাজ, নিজাম আহমদ, হেলাল আহমদ, ছালেক আহমদ, মনসুর আহমদ চৌধুরী,হোসেন আহমদ, লাহিনুর রহমান, লিটন খান, দারা হাসান, ইকবাল হুসেন মিঠু, বেলায়েত হুসেন, শাহেদ আহমদ, নন্দন চন্দ্র পাল।

এছাড়াও বক্তব্য রাখেন কামাল বাজার ইউনিয় যুবলীগের আহবায়ক আবুল হোসেন, সদস্য সচিব সিদ্দিকুর রহমান খালেদ, মোগালবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল আহমদ, জালালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সায়েক আহমদ, সিলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক নিজামুল কবির লিটন, তেতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম আহমদ, বরইকান্দি ইউনিয়ন যুবলীগের আহবায়ক আকছার আহমদ, যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম সুমন, মোল্লারগাও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।
বিশেষ বর্ধিত সভায় ১০ টি ইউনিয়ন কমিটির বর্ধিত সভা ও প্রত্যেক সেন্টারে ১ টি করে সেন্টার কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet