1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের শাহজালাল (রঃ)এর মাজার জিয়ারত


নিউজ পয়েন্ট ডেস্কঃ দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হযরত শাহজালাল (রঃ)এর মাজার জিয়ারতের মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন।

১৯ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ শাহজালাল (রঃ)এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে দরগাহ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক- বাবর আহমদ রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আলী আহমদ, আনহার আহমদ মারনুছ, মন্টু কুমার নাথ, সাহেল আহমদ, রায়হান আলম, আতাউর রহমান, শামীম আহমদ নাজির, রাসেল আহমদ, হুমায়ুন রশিদ, মোনায়েন খান মুন্না, ফয়ছল আহমদ বাবলু, মিছবাহ উদ্দিন, নুরুল হোসেন সুজন, সদস্য আশরাফ আহমদ, আজাদুর রহমান আজাদ, ছালেক আহমদ, সরোয়ার হোসেন বাদল, জাকির আহমদ জাকের, আশিকুর রহমান জুয়েল, আবজাল আলী, জিয়াউল ইসলাম, সজিব আহমদ, মাহফুজুর রহমান লাকি, লেবু মিয়া, ছালিক আহমদ চৌধুরী, সাইদুর রহমান সাহেদ, দেলোয়ার হোসেন, রুবেল আহমদ, আব্দুস সামাদ রুবেল, আশরাফ আহমদ, পাবেল আহমদ, মাসুদ আহমদ, রাজু মিয়া, আশিক মিয়া, সুলেমান ইসলাম রাজন, সিরাজুল ইসলাম স্বপন, রায়হান আহমদ প্রমূখ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগ্রামী আহ্বায়ক- বাবর আহমদ রনি বলেন, পূন্যভূমি সিলেটের পবিত্র স্থান থেকে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। দেশ নায়ক তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে এনে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আমাদের লক্ষ্য পূরন হবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক- মকসুদুল করিম নুহেল বলেন, দক্ষিণ সুরমাকে যুবদলের ঘাটি হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের মানুষকে মুক্ত করতে বিএনপি সরকারের বিকল্প নেই। তিনি যুবদলের সকলকে এক প্লাটফর্মে এসে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet