1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১৪ মে, ২০২২

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন আব্দুস সামাদ


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ছাত্র-রাজনীতি থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ সংশ্লিষ্ট সূত্রে নিম্নোক্ত লেখাটি প্রকাশ করেছেন-

বরাবর,
সভাপতি,
সিলেট জেলা ছাত্রলীগ।
বিষয় :ছাত্র-রাজনীতি থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়া প্রসঙ্গে।

জনাব, আমি আব্দুস সামাদ -যুগ্ম সাধারণ সম্পাদক -বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখা।আমি ২০১৭ সালে শাহরিয়ার আলম সামাদ ভাই ও এম.রায়হান চৌধুরী ভাইয়ের স্বাক্ষরিত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলাম।উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে গত ৯ মার্চ আমি যুক্তরাজ্যে পাড়ি জমাই।যার কারণে বাংলাদেশের রাজনীতিতে আমার আর কোন প্রয়োজন আছে বলে এখন আমি মনে করি না।আমি উক্ত পদে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত বহাল আছি এবং সত ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি যা সিলেটের সকল রাজনীতিবিদদের জানা।আমি উক্ত পদ থেকে অব্যাহতি চাইছি কারণ আমি চাই নবীনরা এগিয়ে আসুক রাজনীতিতে।

অতএব,আপনার ও সম্মানিত সাধারণ সম্পাদকের নিকট আমার অনুরোধ আপনারা আমাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করবেন।

অনুরোধক্রমে:আব্দুস সামাদ
যুগ্ম সাধারণ সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগ, দক্ষিণ সুরমা উপজেলা।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet