
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠণের উদ্যোগে আগামীকাল ১৯ মার্চ রোজ শুক্রবার সন্ধা- ৬.০০ ঘটিকার সময়, আল-নূর কমিউনিটি সেন্টারে,সদ্য প্রয়াত সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এম,পি’র স্মরণে ও আত্বার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শোক সভা ও দোয়া মাহফিলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণ এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত থাকার জন্য আহবান জানান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, সভাপতি- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ।
এডভোকেট শামীম আহমদ, সাধারণ সম্পাদক-দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।