
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ।
সোমবার (৩০ নভেম্বর) দুপুর ২ ঘটিকার সময় দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি দক্ষিণ সুরমার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শামীম আহমদ। দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম এবং যুগ্ম আহবায়ক আশিক আলীর নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ এবং উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরবর্তীতে, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ মিছিল সহকারে সিলেট জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।