
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু সাহাদাৎ মোঃ মিসবাহ’র উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদস্থ পরগণাবাজারে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবু সাহাদাৎ মোঃ মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোহিদ হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু ছাইদ জুবেরী সাদ, আওয়ামী লীগ নেতা ইসবর আলী, ইর্শ্বাদ আলী প্রমুখ।
এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।