নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ৩১ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট প্রতিবেদকঃ ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল এন্ড কলেজের সামনে হবিগঞ্জ এক্সপ্রেস বাসের ধাক্কায় বিশ্বনাথ থেকে আসা সিএনজির ২ জন যাত্রী নিহত ও আহত ৩ জন হন।তবে আহত একজনের অবস্থা আশংকাজনক বলে জানাচ্ছে স্থানীয়রা।
আজ বুধবার ( ৩১ মার্চ) বিকেলে এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুর্ঘটনার সময় গুরুতর আহত আরো দুইজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতদের ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিউজ পয়েন্ট সিলেটকে নিশ্চিত করেছেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিনএনজির সকল যাত্রীরাই বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বলে ধারনা করা যাচ্ছে।