নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন এর নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন, এসআই জহিরুল ইসলাম, এসআই দেবাশীষ, এসআই নৃপেশ দেব, এসআই অনুপম, এসআই সাইফুল সহ আরো অফিসার ফোর্সদের তাৎক্ষনিক অভিযানে ২২ডিসেম্বর রাত ৩.৩০ মিনিটে দক্ষিণ সুনামগঞ্জের আলমপুরের সাকিনস্থ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, আঃ ওয়াহিদ (৪৪), পিতা মৃত জরিফ উল্লা, গ্রাম দরগাপাশা, থানা দক্ষিণ সুনামগঞ্জ। এবং মোঃ মুকিবুল ইসলাম ওরপে মুকিদুল (৩৫), পিতা মৃত কালা মিয়া, গ্রাম জিয়াপুর, থানা ছাতক। এবং, পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু করা হয়েছে।