নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ৩১ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি তাহেরা খাতুনের লেখা কবিতা-
আত্মশুদ্ধি
তাহেরা খাতুন
আত্মশুদ্ধি আর আত্ম অহংকার দুই মানবের অর্জন
একটি হয় জীবের পাওয়া আরেকটি পরমের ধন।
তোকে পেতে আত্মশুদ্ধি করে প্রেমিকজন
জীবে হারায় অহংকারে তোর দেয়া রতন।
দিয়ে আমায় সেই পরম ধন করিস দাসী তোর
ভুলেও কভু না করি যেন অহংকারের জোর।
জীবে আর পরমের খেলায় তুই যে রেফারী
আমিতো নগন্য একজন ইবাদতে খেয়ানত করি।
বসেনা মন জায়নামাজে যাইনা শুদ্ধতায়
শুদ্ধ ছাড়া তোর ইবাদত বৃথা হয়ে যায়।
বুঝিনা ধর্ম কর্ম,করিনা তোর বিধি পালন
আত্ম অহংকারে থাকি মজে করি পাপের কূপ খনন।
পারিস আমায় দিতে শক্তি,করতে শুদ্ধ ইবাদত
অহংকারে ডুবে না যাই, না করি বিধি খেয়ানত।
জীবের কাছে হার না মেনে ছুটি পরমের সনে
তুই দয়া করে রাখিস যদি তোর ঐ চরণে।