
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১১ ই ডিসেম্বর) রোজ শুক্রবার তাহিরপুরের বালিয়াঘাট (নতুন বাজার) সংলগ্ন শ্রী শ্রী নৃসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়৷
এ উপলক্ষে আয়োজিত সভায়, নিতাই পালের সভাপতিত্বে এবং সজল তালুকদার এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটি (সিলেট বিভাগ) এর সমন্বয়কারী অপু চক্রবর্তী।
আরোও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাজোটের আহবায়ক জনি বনিক, সদস্য সচিব গকুল দাস, যুগ্ম আহ্বায়ক সুব্রত দাস, যুগ্ম আহ্বায়ক রিংকু বনিক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের নির্বাহী সভাপতি সৌরভ ঘোষ সাগর এবং বিপুল সংখ্যক সনাতনী উপস্থিত ছিলেন।
সভায় টিটু রঞ্জন পালকে আহবায়ক এবং সজল তালুকদারকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৯০ দিনের জন্য ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।