1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১৭ মে, ২০২১

তাহিরপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সাব্বিরের মরদেহ উদ্ধার


সুনামগঞ্জের তাহিরপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সাব্বির হোসেন (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সাব্বির হোসেন উপজেলা সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের নিধান আলীর ছেলে।

রবিবার সাড়ে সকাল ১১টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের পুড়ান বারঙ্কা গ্রামের পাশ্ববর্তী রক্তি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন সাব্বির।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, নিহত সাব্বির হোসেন শনিবার
উপজেলার বালিজুরী ইউনিয়নের পুড়ান বারঙ্কা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি গ্রামের পার্শ্বভর্তী নদীতে গোসল করতে নামলে গোসলের একপর্যায়ে তিনি নদীর পানিতে নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও পার্শ্বভর্তী বিশ্বম্ভপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। তিনি উপজেলা রির্সোস সেন্টারে (ইউআরসি) মাস্টাররোলের কর্মচারী হিসেবে অফিস সহায়কের কাজ করতেন। সাব্বির আহমদ মৃগী রোগে ভুগছিলেন।

এ বিষয়ে নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet