
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রঞ্জিত দাসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশী রিপন দাস জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আকস্মিক আগুনে রনজিত দাসের ৩টি ঘর এবং ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, ধান-চাল ও অন্যান্য আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন, ‘হাওর এলাকায় ভরদুপুরে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগে কখনও দেখিনি।’