নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উদ্ধ্যেশ্যপ্রনোদিত ফরমায়েশি মিথ্যা ও বানোয়াট রায়ের প্রতিবাদে সিলেট-৩ আসনের মাটি ও মানুষের নেতা -ব্যারিষ্টার এম এ সালাম এর নির্দেশে দক্ষিণ সুরমা উপজেলায় যুবদল ও ছাত্রদল এক প্রতিবাদ সভা করে। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জনাব- হাবিবুর রহমান হাবিব।দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বাবর আহমদ রনি ও সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এড. নজরুল ইসলাম।উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন- অবৈধ এই ভোটার বিহীন জুলোমবাজ সরকার বিগত ১২ বছর ধরে দেশের সকল রাষ্টযন্ত্র ব্যাবহারের মাধ্যমে ১৮কোটি মানুষের সব অধিকার কেড়েঁ নিয়েছে এবং বিদেশে তাদের পরিবার তন্ত্রের মাধ্যমে হাজার হাজার মিলিয়ন টাকা পাঁচার করেছে এবং গুম, খুন করেছে।যার ফলশ্রুতিতে বিশ্বের বড় বড় মিডিয়া গুলি সেটা তুলে ধরেছে।এখন সরকার পাগল হয়ে দেশের জনগনের দৃষ্টিকোণ এড়াঁতে এই মিথ্যা রায় দিয়েছে। কিন্তু এসবে কোন কাজ হবে না।আমরা দেশের জনগন আন্দোলনের জন্য প্রস্তুত।উক্ত সভায় আগামীতে কি কি করনীয় সেটা নিয়েও সিদ্ধান্ত হয়।
এই আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন-সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল,সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক জুবায়ের আহমদ লিলু, যুগ্ন-সম্পাদক আব্দুল হাই রাজন, সিলেট জেলা যুবদল নেতা কাওছার আহমদ নামর, যুবদল নেতা রাসেল আহমদ,মারনুছ আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক- আমিনুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক আবুল হাসান রাসেল, সহ-সাধারন সম্পাদক বায়োলজি চৌধুরী, সহ-সাধারন সম্পাদক সায়েম আহমদ চৌধুরী, সহ-পাঠাগার সম্পাদক তালুকদার মাছুম, সদস্য তাহমিদ সহ আরো ও অনেক।