1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

তাপদাহ চলবে আরও দুই-তিন দিন, নেই বৃষ্টির সম্ভাবনা


সারা দেশেই চলছে তীব্র তাপদাহ। এই অবস্থা সামনের আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে এবং এই সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজও তাপমাত্রা মোটামুটি রোববারের মতোই থাকবে, বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কম। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আরও দুই থেকে তিন দিন তাপমাত্রা এমনই থাকবে। এরপর একটু মেঘলা হয়ে আসতে পারে।

তিনি আরও বলেন, আজকে রাজশাহী, কুষ্টিয়া, যশোর, ঢাকা, খুলনা এলাকাতে তাপমাত্রা বেশি থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সোমবার বরিশালের তাপমাত্রা থাকতে পারে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ময়মনসিংহ ৪১ দশমিক ১, রংপুরে ৩৯ দশমিক ৭, সিলেটে ৩৯ দশমিক ২, চট্টগ্রামে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

এর আগে রোববার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া খুলনায় তাপমাত্রা ৪০ দশমিক ২, রাজশাহীতে ৪০ দশমিক ৩, ঢাকায় ৩৯ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet