
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, হাবিবুর রহমান হাবিব’কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী’র লেখা হুবুহু নিন্মে তুলে ধরা হলো-
“তরুণ প্রজন্মের নেতাকে জুড়ে নৌকার জোয়ার সিলেটে”
বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সংসদ সদস্য (সিলেট ৩)এর শ্রদ্ধাবাজন
জনাব মাহমুদুস সামাদ চৌধুরী কয়েছ সাহেব এর মৃত্যুতে আওয়ামী লীগ তথা সিলেট বাসীর শোকের ছায়া নেমে এসেছে,
এই শোক কাটিয়ে উঠতে অনেকটা সময়ের প্রয়োজন। সংসদীয় আসন (সিলেট ৩)দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বাসীর এই শূন্যতা অপূরণীয় হয়ে থাকবে, যদি এই শূন্যতা শূন্য(O) তে পরিণত হয়ে যায়(সিলেট ৩)দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বাসী অনেকটাই পিছিয়ে যাবে, শিক্ষা,স্বাস্থ্য,শিল্প ও কৃষি খ্যাতের উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে,যোগাযোগ ব্যবস্থা, স্কুল, কলেজ,মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট সংস্কার উন্নতকরনের ছোঁয়া হতে বঞ্চিত হবে, প্রয়াত মাননীয় সংসদ জনাব মাহমুদুস সামাদ চৌধুরী কয়েছ সাহেব এর অসমাপ্ত কাজগুলো সুষ্ঠ ও সঠিক ভাবে সম্পূর্ণ হওয়া থেকে বঞ্চিত হবে। আমরা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বাসী বিশ্বাস করি এই শোক কে শক্তিতে পরিণত করে উন্নয়নের ধারাকে তড়ান্মিয়ত করতে অতিথের কথা গুলো বিবেচনায় নিয়ে দেখতে হবে জনপ্রতিনিধি না হয়েও যারা প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে অসহায় নির্যাতিত মানুষের জন্য,কাজ করে যাচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য,সময় এখনই এসব মানুষের কাঁদে দায়িত্বভার দিয়ে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বাসীর দুঃখ কষ্ট লাগব করে বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অংশীদার হওয়ার সুযোগ করে দেওয়ার।
(সিলেট-৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বাসী’র সুখ দুঃখের কথা জাতীয় সংসদে বলার জন্য আপনাকে প্রয়োজন
জনাব Habibur Rahman Habib
সদস্য সিলেট জেলা আওয়ামীলীগ।
সিলেট-৩