1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১১ অক্টোবর, ২০২১

ঢাকা-রাস্তায় প্রতিমা রেখে পূজা হিন্দুদের,স্থানীয় মুসলিমদের আপত্তিতে মন্দিরের দূর্গা পূজা বন্ধ করে দিলো পুলিশ


নিউজ পয়েন্ট ডেস্কঃ ঢাকার টিপু সুলতান রোডে আজ ১১ অক্টোবর সোমবার স্থানীয় মুসলিদের আপত্তিতে প্রাচীন মন্দিরের দূর্গা পূজা বন্ধ করে দিলো পুলিশ। তা ঘিরে হিন্দুদের প্রতিবাদ বিক্ষোভ উত্তপ্তে ঢাকা শহরের টিপু সুলতান রোডের শঙ্খধ্বনি মন্দির চত্বর।

জানা যায়, প্রতি বছর টিপু সুলতান রোডের ওই প্রাচীন মন্দিরে দূর্গা পূজা হয়ে এলেও এ বছর ঐ মন্দিরে পূজায় আপত্তি জানায় স্থানীয় বেশ মুসলিমরা।ঐ মন্দির প্রাচীন মন্দির হিসেবে সরকারি নথিপত্র ও রেকর্ডে উল্লেখ রয়েছে বলা জানা যায়। তারপরেও পূজা করতে না দেওয়ায় এ সমস্যার সূত্রপাত হয়।

আজ সোমবার ১১ অক্টোবর, সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠনের নেতারা মন্দিরে পূজা করতে চেয়ে প্রতিমা নিয়ে গেলে গণ্ডগোল শুরু হয়। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেয় হিন্দুদের।এদিকে স্থানীয় মুসলীমরা মন্দির চত্বরে জড়ো হয়ে আল্লাহ্ আকবর স্লোগান দিতে থাকেন।এমন পরিস্থিতিতে হিন্দুরা রাস্তায় প্রতিমা রেখে পূজা করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

 

সূত্র-হিন্দুভয়েসডটইন

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet