1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

ড. ওয়ালী তসর উদ্দীন জামিয়া মোহাম্মদীয়ায় আগমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি: গত ৮ জানুয়ারী ২০২৫, বুধবার, জামিয়া মোহাম্মদীয়া নালিহুরী ও বাড়ন্তী মাদরাসায় মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের নালিহুরী বড় বাড়ি গ্রামের বাংলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, ড. ওয়ালী তসর উদ্দীন এমবিই জেপি জামিয়া মোহাম্মদীয়া নালিহুরী ও বাড়ন্তি মাদ্রাসায় আগমন উপলক্ষে সকাল ১১ ঘটিকায় মাদরাসা মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাফিজ মাওলানা সালমান আহমদের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন জামিয়ার সম্মানিত মুহতামিম মাওলানা কায়ছুর রশীদ,
বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবে’র সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক, জামেয়া মোহাম্মাদীয়া নালিহুরী ও বাড়ন্তী মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ জোসেফ আলী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ওয়ালী তসর উদ্দীন এমবিই জেপি

এ সময় জামিয়ার মুহতামিম মাওলানা কায়ছুর রশীদ জামিয়ার পক্ষ থেকে ড. ওয়ালী তসর উদ্দীন এমবিই জেপি এর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
পরিশেষে জামিয়ার মুহতামিম সাহেবের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জামিয়ার কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ড. ওয়ালী তসর উদ্দীন এমবিই জেপি জামিয়ার বিভিন্ন বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নিয়ে জামিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আনন্দিত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জামিয়ার অগ্রগতি ও উন্নতির স্বার্থে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে জামিয়ার শিক্ষকবৃন্দ ও কমিটির সম্মানিত সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জামিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা।
আল্লাহ তা’আলা আমাদের সকল কাজকে দ্বীনের স্বার্থে ক্ববুল করুন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet