বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী ইউনিয়নের পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন— প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার মো. মন্টু মিয়ার ছেলে। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমতলী পুলিশ ফাঁড়ি এলাকার ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের ওপর সিলেট অভিমুখী একটি ট্রাক দাঁড়ানো ছিল।
কিছুক্ষণের মধ্যে সিলেটগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই চালক মো. বিল্লাল হোসেনসহ দুজনের মৃত্যু হয়।
পরে প্রাইভেটকারে অন্যান্য গুরুতর আহত চারজনকে মাধবপুর হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে আরেকজন নারীর পথিমধ্যে মৃত্যু হয়।