1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ায় ২০জন শিশু-কিশোর’কে বাই সাইকেল উপহার


টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ২০ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় ছাতক উপজেলার পাইগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিযোগীদের হাতে উপহার তোলে দেন অতিথিরা।

স্থানীয় পাইগাঁও যুবসমাজ গত রমজানে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করে। গ্রামের প্রবাসীরা এতে অর্থায়ন করেন।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়খ আব্দুস সুবহান, ইউপি চেয়ারম্যান মোরাদ হোসেন, পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, মুছাদ্দেক হোসেন ওয়ারিছ, প্রবাসী আমজদ আলী, আব্দুল হক, ছালিক মিয়া, ওয়ারিছ আলী, আব্দুল বাছির, আইন উদ্দিন প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet