নিউজ পয়েন্ট ডেস্ক
শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
গত মৌসুমে লিওনেল মেসি ও নেইমার ভোটের হিসাবে সমান পয়েন্ট পেয়ে যৌথভাবে চতুর্থ হয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছিলেন দশম। উয়েফা আজ ২০২০-২১ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সেরা তিন মনোনীত ফুটবলারের নাম ঘোষণা করেছে, টানা দ্বিতীয়বারের মতো সেখানে নেই সময়ের ফুটবলের সেরা তিন তারকা! মেসি এবারও তালিকায় চতুর্থ, রোনালদো নবম, নেইমার সেরা দশেই নেই!

তালিকার চার থেকে দশ পর্যন্ত ক্রমে কারা থাকছেন, সেটি উয়েফা এখনই জানিয়ে দিচ্ছে। কিন্তু সেরা তিনের মধ্যে কে আগে, কে পরে, কে পাচ্ছেন বর্ষসেরার পুরস্কার, তা এখনই জানার সুযোগ নেই। তুরস্কের ইস্তাম্বুলে ২৬ আগস্ট এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেটি জানা যাবে।
আপাতত শুধু মনোনীত সেরা তিনের নাম জানা যাচ্ছে। পুরস্কারটা যেহেতু উয়েফার, অনুমিতভাবেই সেখানে এবারে উয়েফার দুই টুর্নামেন্ট—চ্যাম্পিয়নস লিগ আর ইউরোর প্রভাব পড়ছে।
ছেলেদের ফুটবলে মনোনীত সেরা তিন খেলোয়াড়ের মধ্যে দুজন এবারের চ্যাম্পিয়নস লিগজয়ী চেলসির মিডফিল্ডার—জর্জিনিও (ইতালি) ও এনগোলো কান্তে (ফ্রান্স)। তাঁদের মধ্যে জর্জিনিও তো ইতালির হয়ে ইউরোও জিতেছেন! এ দুজনের বাইরে মনোনীত সেরা তিনে আছেন চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। উয়েফার বর্ষসেরা পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম মনোনীত সেরা তিনের সবাই মিডফিল্ডার!