1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

জয় বাংলা ক্লাব ওসমানীনগরের আনন্দ ভ্রমন-২০২০ইং সম্পন্ন


ওসমানীনগর প্রতিনিধিঃ জয় বাংলা ক্লাব ওসমানীনগরের বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৭ নভেম্বর) জয় বাংলা ক্লাবের আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমনে সিলেটের ঐতিহ্যবাহী জাফলং পরিদর্শন করা হয়।

প্রবাসীদের অর্থায়নে আনন্দঘন পরিবেশে আনন্দ ভ্রমণ সম্পন্ন হওয়ায়, জয় বাংলা ক্লবের সংশ্লিষ্টরা জয় বাংলা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান সৌদি প্রবাসী ফরহাদ আহমেদ, লন্ডন প্রবাসী ইসতেয়াক আহমেদ,জয় বাংলা ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সৌদি প্রবাসী জাকির হোসেন বাপ্পা ও ডুবাই প্রবাসী সফিকুল ইসলাম, ফ্রান্স প্রবাসী কামরান মিয়া,ডুবাই প্রবাসী সুবেল আহমদ, ফ্রান্স প্রবাসী লিংকন দেব নাথ,লন্ডন প্রবাসী কাইয়ূম আহমেদ, কাতার প্রবাসী সাইফুর আহমেদ,গ্রিস প্রবাসী শামিম আহমদ,কাতার প্রবাসী কাদির আহমেদ,সৌদি প্রবাসি মতিন মিয়া ও জগলু আহমদকে ।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ফ্রান্স প্রবাসী ক্লাবের প্রতিষ্টাতা সদস্য মোঃ কামরান মিয়াকে জয় বাংলা ক্লাব ওসমানীনগর এর টি-শার্ট স্পনসর করার জন্য।

দিনব্যাপী আনন্দ ভ্রমনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কাটানো হয়। এসময় ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা শিমুল আহমেদ,ইউসুফ আলী, সিলেট জেলা ছাত্রলীগ নেতা ইসফাক আহমদ,ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর সামি,কামরুল ইসলাম জ্যাকব,মাহবুবুর রহমান জিবান,ফজলু মিয়া,রুমন আহমেদ নাহিদ,আবু বকর,সাজ্জাদ আহমদ, সাদিক আহমদ, জাহেদ আহমদ,
রেজা,নজরুল,সামির আলী, তারেক, মারুফ আহমদ,তোফায়েল আহমদ, ফরহাদ, নাহিদ, লায়েক,আলাল, এনাম,রুমন,নজরুল সহ জয় বাংলা ক্লাব ও জয় বাংলা ক্লাব নতুন বাজার শাখার নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet