
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ৯ নভেম্বর, ২০২২
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ অদ্য ০৯ নভেম্বর ২০২২ রোজ বুধবার সিলেটের দরবস্ত, সারিঘাট এবং জৈন্তাপুরে ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এবং RAB-09 এর একটি চৌকস টিম সম্মিলিত অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিদপ্তর ৩টি বাজারে নকল ব্যন্ডরোলযুক্ত বিড়ি, মেয়াদোত্তীর্ণ পন্য, রং মিশ্রিত মসলা সহ বিভিন্ন ধরনের অবৈধ পন্য জব্দ এবং ধ্বংস করেন।
৩টি বাজারে মোট ৪৫০০০/- টাকা নগদ অর্থদন্ড আদায় করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয় যদি ভবিষ্যতে এই রকম নকল/অবৈধ পন্যের ব্যবসা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উক্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এবং RAB-09 সিলেট এর একটি চৌকস টিম।