নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ২ জানুয়ারী, ২০২২
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ আজ ০২/০১/২০২২ইং, রোজঃ রবিবার, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজার, সারিঘাট বাজার এবং দরবস্থ বাজারে ভোক্তা অধিদপ্তর এবং RAB-9 এর এক যৌথ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানের মাধ্যমে ঐ ৩টি বাজারে অবৈধ ইন্ডিয়ান নাসির পাতা বিড়ি, নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, নকল ওরস্যালাইন, মেয়াদোত্তীর্ণ পন্য সহ বিভিন্ন পন্য জব্দ এবং ধ্বংস করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এবং RAB-9 সিলেটের একটি চৌকস টিম।