
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: আগামী ৮ই মে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকে প্রতিদ্বন্দ্বিতাকারী জুয়েল আহমদের সমর্থনে,ঘোড়া মার্কার সমর্থনে যুক্তরাজ্যে অবস্হানরত দক্ষিণ সুরমা উপজেলবাসীর এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্টিত হয়।
০১ মে (বোধবার) রাত ৮ ঘটিকায়
আমার গাও রেস্টুরেন্টে Amar gaon
50 Brick lane
London E1 6RF আয়োজিত এ সভায় কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ শাহ্ ইমরান হুসেন এর সঞ্চালনায় এবং টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার ও কাউন্সিলর খালিছ উদ্দিন আহমদের সভাপতিত্বে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুয়েল আহমদ।
সভায় বক্তব্য রাখেন,কমিউনিটি নেতা আখলাকুর রহমান, ইসহাকুল হোসেন সুইট, জমিরুল ইসলাম সিরাজ, পীর মঞ্জুর, মোঃ তারু মিয়া, শামীম আহমদ, এডভোকেট শফিক উদ্দিন, মোঃ মুজিব হোসেন, আব্দুল আহাদ, আব্দুস সালাম, আখতার হোসেন, আব্দুল কাদির, আজম আলী, আকিক খান, আতিকুল হক, আল মামুন ফকির, মুহিবুর রহমান, ছাদেক আলী, ফেরদৌস খান, লায়েক আলী, দিপু রহমান, নাঈম আহমেদ, সাইদুল, মুক্তার প্রমুখ।
নির্বাচনী এ সভায় বক্তারা বলেন, জুয়েল আহমদ দক্ষিণ সুরমা উপজেলাবাসীর জন্য অত্যন্ত কর্মঠ এবং উদীয়মান সমাজসেবক। আসন্ন এই নির্বাচনে ঘোড়া প্রতিক নিয়ে তার প্রার্থীতা আমাদের জন্য উচ্ছ্বাসের এবং আস্থার। তিনি তার সুদীর্ঘদিনের সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকান্ডে ইতিমধ্যে দক্ষিণ সুরমা উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ব্যাক্তিগত জীবনে অত্যন্ত সৎ,সজ্জন এবং অমায়িক ব্যাক্তিত্বের অধিকারী।
দক্ষিণ সুরমা উপজেলাকে স্মার্ট ও আলোকিত উপজেলায় রুপান্তরিত করতে ঘোড়া মার্কার সমর্থনে দেশে-বিদেশে প্রচার-প্রচারণার পাশাপাশি যুক্তরাজ্যে অবস্থানরত দক্ষিণ সুরমা’র সকল বরিষ্ঠজনেরা ঘোড়া প্রতিকে আয়োজিত এ সভার মাধ্যমে দেশ-বিদেশের সবার কাছে দোয়া/আশীর্বাদ, সমর্থন, সহযোগীতা ও ভোট কামনা করেন।