নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিউড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে প্রবেশ করে ৪ বাংলাদেশী যুবক।
বাংলাদেশী যুবকরা কৈলাশহর থেকে ধর্মনগর যাবার পথে ভারতীয় সীমান্তরক্ষী তাদের আটক করে কৈলাশহর থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতদের বাড়ি মৌলভীবাজার জেলায়। তারা হলেন- সাহান আলী (২৮), রাজন মিয়া (২৫), নান্টু মিয়া (২৮) ও আহমেদ আলী (৩৩)।
গত শুক্রবার (১৬ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ভয়েস ১৮ টিভি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাংলাদেশী ৪ যুবক জুড়ী উপজেলার লাঠিড়াপুর বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা অতিক্রম করে ত্রিপুরার কৈলাশহরে প্রবেশ করে। সেখান থেকে তারা ধর্মনগর যাবার পথে বাইতুর বাজার এলাকায় এসে মোটরগাড়িতে উঠে। কিছুক্ষণ পর দায়িত্বরত বিএসএফের সন্দেহ হলে তাদেরকে আটক করে কৈলাশহর থানায় সোপর্দ করে।
এঘটনায় তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদকালে আটক যুবকরা জানায়, কাজ করার জন্য তারা ভারতে প্রবেশ করেছে।
তাদের একজন স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে কোনো কাম কাজ নাই। আপনে আমারে যে কাজ দিবা ওউ কাজ করমু। পেটের দায়ে আইছে। কাম কাজ না থাকলে কিভাবে থাকমু বাংলাদেশে।
তথ্যসূত্র: পাতাকুড়ির দেশ পত্রিকা।