নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২৪ মার্চ, ২০২১
বড়লেখা প্রতিনিধি :মৌলভীবাজারের জুড়ী উপজেলার, সাগরনাল ইউনিয়নের, ফুলতলা থেকে আটক করেন৷ হত্যাকারী অমরজিৎ পানিকা আটক করেন৷
সাগরনাল চা বাগানে গরু চরানোকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে কুঁপিয়ে মনাপাশী(২০) নামে এক রাখাল যুবকের হত্যাকারী অমরজিৎ পানিকা (২২) কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাদেক কাউসার দস্তগীর নেতৃত্বে, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী দিক নির্দেশনায়, অভিযান পরিচালনা করেন,এসআই বাদল নেতৃত্বে, এসআই জাকির, এ এসআই মনিরুল ইসলাম,সঙ্গীয় ফোর্সসহ পুলিশ সদস্য হাসেম সহ আরো অনেকে ছিলেন
ঘটনার ৬ ঘন্টার মধ্যে রাত আনুমানিক ১১ ৩০ মিনিট সময় জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে, একদল চৌকস পুলিশ খুনের একমাত্র আসামী অমরজিৎ কে ফুলতলা ইউনিয়নে চুঙ্গাবাড়ী পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে আসামীকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।