নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেট’র সাহিত্য কলামে প্রকাশিত কবি বিজন চন্দ্র দাস বিজয় এর লেখা কবিতা-
জীবন
বিজন চন্দ্র দাস
জীবন একটা কবিতা
সুখ দুঃখ বিরহ ব্যাথার কাহিনী গাঁথা।
কখনো ছন্দে কখনো প্রবন্ধে
হাসি কান্না আর বেদনা আনন্দে।
জীবন একটা ছোটগল্প
শেষ হয়েও হয়না শেষ, থেকে যায় অল্প
ছোট ছোট ব্যাথা, ছোট তার কথা
ছোট এক ভুবনে গল্পের দৈর্ঘ্য সল্পতা।
জীবন এক উপন্যাস
ভাবে অভাবে কাহিনীর বিচিত্র বিন্যাস
আছে জীবনের শত ভাবনার আশ-নিরাশ
কখনো বরণ তায় কখনো উপহাস।
জীবন এক নাট্যমঞ্চ
নাটকীয় চরিত্রে গাঁথা ক্লেশ রোমাঞ্চ
একেক পর্বে প্রবেশ একেক কাহিনী
নাটকের অন্তিমের দৃশ্য কেহ নাহি জানি।
জীবন সেতো ভাবনার অতীত
কেউ উত্তম তাতে কেউ পতিত
সেইজনা সফল হয় যে করে পরহিত
জগত গায় তাঁর সুযশের গীত।