
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ৮ নভেম্বর, ২০২০
স্টাফ রিপোর্টঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব জনতা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিএনপির প্রতিষ্টাতা চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শনিবার (৭ই নভেম্বর) সকাল ১০:০০ ঘটিকার সময় যুব জনতা দলের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিব উন নবী খাঁন সোহেল এর নেতৃত্ব মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপস্থিত ছিলেন যুব জনতা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মোঃ বাহার দেওয়ান, যুগ্ম সাধারন সম্পাদক আবু আল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক অলিউল্লাহ অলি, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক, ফরিদ খাঁন, সদস্য সচিব উজ্জ্বল আখন সহ চাঁদপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব জনতাদল এর সদস্য সচিব মোঃ পাভেল আহমেদ ও কুমিল্লা উত্তর জেলা শাখা আহ্বায়ক ইঞ্জিঃ মেহেদী হাসান ফাহিম ও জেলা কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ মহানগর যুব জনতা দলের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।