1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ৮ আগস্ট, ২০২২

জাফলং এ ভোক্তার অভিযান


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ  ০৭/০৮/২০২২ইং, রোজ-রবিবার, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজার এবং রাধানগর বাজারে ভোক্তা অধিদপ্তর এবং RAB-09 এর এক যৌথ অভিযান পরিচালনা করেন।

এই সময় উক্ত বাজারের সভাপতি উপস্থিত ছিলেন। বাজার কমিটির সভাপতিকে সাথে নিয়ে ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ মহোদয় বিভিন্ন দোকান থেকে নকল পন্য, মেয়াদ উত্তীর্ণ পন্যসহ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেন।

বন্যায় ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থতার কথা চিন্তা করে এবং বাজার কমিটির সভাপতির অনুরোধে ভোক্তা অধিদপ্তর ৬টি দোকানে ২১০০০/- জরিমানা করে সতর্ক করে দেন যাতে ভবিষ্যতে এই রকম নকল পন্য বিক্রয় না করে। পরে বাজার কমিটির সভাপতি উক্ত দায়ভার নেন, এবং বলেন তিনি বাজারের সবাইকে নিয়ে বসে উক্ত বিষয়ে মিটিং করবেন। উক্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ মহোদয় এবং RAB-09 সিলেট এর একটি চৌকস টিম।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet