1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২, ০১:৫৯ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৩ ব্যাচের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন


নিউজ পয়েন্ট ডেস্কঃ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো এস.এস. সি ১৩ ব্যাচ এর আনন্দ ভ্রমন ২০২১।

মঙ্গলবার (১৬ মার্চ) এস.এস.সি ১৩ ব্যাচ এর আয়োজেন সিলেট বিছানাকান্দিতে অনুষ্ঠিত হল আনন্দ ভ্রমন ২০১২ (বনভোজন)।
এস.এস.সি ব্যাচ ১৩ এর প্রায় ৩০ জন বন্ধু একত্রিত হয়ে। সকাল ০৮ ঘঠিকার সময় নাজির বাজার থেকে সিলেট বিছনাকান্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এই আনন্দ ভ্রমন ২০২১ যুক্ত ছিলেন ১৩ ব্যাচ এর
মোহাম্মদ ওয়াহিদুর রহমান, আবু-বক্কর, আলমগীর আসাদ মুন্না, জামিল হোসেন, পাভেল আহমদ, মালেক আহমদ , জহিরুল ইসলাম জাহিদ, জাবের আহমদ আবু-তাহের, জুবায়ের আহমদ, অজয় দেব নাথ, বিজয় দেব নাথ, ফাহিম আহমদ, সাব্বির আহমদ, রাসেল আহমদ, রাজিব আহমদ, ফখরুল ইসলাম দিদার, সেলিম আহমদ, শাহজাহান আহমাদ, .এমরান আহমদ রাজা, রাসেল আহমদ, শালমান আহমদ, ময়নুল ইসলাম, মাহমুবুবুর রহমান মিশু, জাহিদ আহমদ, রিয়াজ খাঁন রাহি, নাছিমুল হক পলাশ, প্রমুখ।

উল্লেখ্য, বার্ষিক এই আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারী জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৩ ব্যাচের প্রাক্তন ছাত্ররা বর্তমানে অনেকেই সরকারি, বেসরকারি চাকুরী এবং ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছেন এবং অনেকেই চলমান ছাত্রত্বে বিদ্যমান রয়েছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet