নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
মো: আব্দুল মুকিত, বড়লেখা প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয় পার্টি মৌলভীবাজার জেলার অর্ন্তগত বড়লেখা উপজেলা শাখার নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা গতকাল বিকেলে বড়লেখা উত্তর চৌমুহনী মেমোরী মার্কেট সংলগ্ন প্রান্তরে বড়লেখা উপজেলা শাখা’র সদস্য সচিব মোঃ বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায়, বড়লেখা উপজেলা শাখা’র আহ্বায়কমোঃ সুনাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা শাখা আহ্বায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট মোঃ মাহবুবুল আলম শামীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব হাজী মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রফেসর রকিব উদ্দিন, জেলা আহ্বায়ককমিটির সদস্য এডভোকেট জুনেদ আলী, শেখ আশরফ উদ্দিন হিরু, জাতীয় পার্টি কুলাউড়া উপজেলা শাখার সদস্য সচিব মুবশ্বির আলী, এছাড়াও জাতীয় পার্টি বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরিচিতি সভায় জাতীয় পার্টি বড়লেখা উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন অতিথিরা। আগত নেতৃবৃন্দরা পল্লী বন্ধু এরশাদের উন্নয়নের কথা তুলে ধরে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।