নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ আগামীকাল ১৭ই মার্চ ২০২১ইং, সকাল-১০.৩০ মিনিটের সময় বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হবে।
বিকাল- ৫.০০ ঘটিকার সময় সিলেট ক্রীনব্রীজ সংলগ্ন স্হানে মুজিব শতবর্ষ উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
উক্ত শ্রদ্ধাঞ্জলী অর্পন, আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে সভায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের অন্তর্গত প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার জন্য আহবান জানান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, সভাপতি- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ।
এডভোকেট শামীম আহমদ, সাধারণ সম্পাদক-দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম গণমাধ্যমে পাঠানো পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।