নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
স্টাফ রিপোর্টার, বিজন চন্দ্র দাস বিজয়:: সিলেটের বিশ্বনাথে গতকাল ১২/০২/২০২১ রোজ শুক্রবার জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের মন্দির বিভাগের প্রধান আকর্ষন “বিশ্বরুপ ধাম” এর অস্থায়ী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সংগঠনের সম্মানিত পরিচালক রমা কান্ত দে মহোদয়ের সভাপতিত্বে সংগঠনের ধর্মীয় গবেষনা ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক রনজিৎ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শ্রীমদভগবদ গীতা পাঠ করেন ধর্মীয় গবেষনা ও প্রকাশনা বিভাগের উপ সহকারী পরিচালক বিজন চন্দ্র দাস বিজয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম ভাগবত শ্রীল নিত্যগোপাল গোস্বামী মহোদয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীল দিলীপ নারায়ন গোস্বামী, অরবিন্দু দে, সর্বশ্রী জ্যোতিষ চন্দ্র পাল মহোদয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মহাপরিচালক অজিত দে, মুল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের গবেষক সত্যেন্দ্র পাল কাজল মহোদয়।
আলোচনা সভায় বক্তারা বলেন গতানুগতিক ধারার পরিবর্তনের মন্ত্র নিয়ে জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের এ মডেল মন্দির হবে সব মত পথের অনুসারী সনাতনীর কাছে এক আধুনিক মন্দির। সভাশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।