নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১ মে, ২০২১
নিজস্ব প্রতিবেদক- সবুজ শর্মাঃ- সিলেট জেলা আওয়ামী লীগে’র সাধারণ সম্পাদক- অ্যাডভোকেটঃ নাসির উদ্দীন খান’ এর শুভ জন্মদিন উপলক্ষ্যে
বৃহত্তর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কৃতীসন্তান, আওয়ামী পরিবারের বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম কমান্ডারে’র সুযোগ্য সন্তান, কোম্পানীগঞ্জ উপজেলাবাসী ছাত্রলীগের ‘আইকন’, বাংলাদেশ ছাত্রলীগ- কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক- সজীবুল ইসলাম জয়’ এর লেখা-
জন্মদিনে নিবেদিত- “একজন নাসির উদ্দীন খান”
সিলেট জেলার ১৩ টি উপজেলার হাজার হাজার ছাত্রলীগ কর্মীর হৃদয়ের গভীরে অংকিত এক প্রত্যয়, বিশ্বাস আর ভালবাসার নাম এড.নাসির উদ্দিন খান। কিছু মানুষ আছে যারা সংগঠনে কাজ করে আবার কিছু মানুষ আছেন যারা নিজেই একটা সংগঠন হয়ে উঠেন।আপনি আপনার কর্ম, দক্ষতা, যোগ্যতা আর রাজনৈতিক মেধা বলে শুধু একজন কর্মী নন, আপনি বিশুদ্ধতম একটা সংগঠন। আপনার একজন কর্মী হিসেবে আমরা পেয়েছি শাসন, পেয়েছি ভালবাসা, পেয়েছি হৃদয় নিংড়ানো আদর স্নেহ মায়া আর মমতা।
আপনি সোনার বাংলা বিনির্মাণের সিলেট জেলার সফল সারথীদের মধ্যে অন্যতম, আপনি কর্মী গড়ার বিশাল এক পাঠশালা, বিদ্যার সংঙ্গে বিনয়, কর্মের সঙ্গে নিষ্টা, জীবনের সঙ্গে দেশপ্রেম মানবীয় গুণাবলীর মহান একজন মানুষ।
অগ্রজদের সাথে যোগাযোগ, কর্মীদের সমস্যা সমাধানে আত্মনিবেদিত, সর্বোপরি অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্ছার মনোভব, সত্যের চেতনা প্রতিষ্ঠার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের হাজার হাজার স্বপ্নীল সারথী ছাত্রলীগ সৈনিকদের সুযোগ্য অভিভাবক।
আপনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে থাকতে পারাটা সৌভাগ্যের ব্যাপার কারণ আপনার মাঝে বিদ্যমান –পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘এর নান্দনিকতা ও আদর্শ, কাজী নজরুলের বাধ ভাঙ্গার শৌর্য, ক্ষুদিরামের প্রত্যয় আর সুকান্তের অবিচল চেতনা।
আপনি আমার আদর্শ, আপনি আমাদের আলোকবর্তিকা…।।
ভৌগোলিক ভাবে যদিও আপনার জন্ম বিয়ানীবাজার। কিন্তু মা বাবার কুলে জন্মনেওয়া কৃতিসন্তান আজকের এড.নাসির খান শুধু বিয়ানে বাজারের নয়, আপনার সৌরভ আজ বহুদুর -দুরান্ত পর্যন্ত বিমোহিত। একজন মানুষ যেখানে নিজেকে তৈরী করতে হিমশিম খায় আপনি সেখানে ছাত্রলীগ কর্মী গড়ার এক মহাকারিগর হিসেবে বহু ফুলের পরাগে সুগন্ধি মাখিয়ে দিচ্ছেন।
সিলেট জেলার ১৩ টি উপজেলা থেকে বের করে আনছেন আগামীদিনের সুযোগ্য সকল সম্ভাবনাময়ী এক ঝাক তরুণ নেতৃত্বকে।
সংকট আর কোভিডে জর্জরিত বিগত দুই বছর। সিলেটের আনাচে কানাচে মানবতার ত্রাতা হয়ে গরীব দুঃখী মেহনতী মানুষের কল্যানে তাদের পাশে থেকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তা একজন প্রকৃত নেতার মানব সেবা।
পরিশেষে বলতে বাধ্য হচ্ছি -আপনি আমার শিক্ষক, আপনি আমাদের পরম শ্রদ্ধাস্পদ অভিভাবক। জন্মতিথির শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় নেতা।
উল্লেখ্য যে, সজীবুল ইসলাম জয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টাইম লাইনে এড. নাসির খানের উদ্দেশ্যে জয়ের এ লেখা বৃহত্তর তেলিহাওর ব্লক এবং নাসির প্রেমিক ছাত্রলীগ কর্মীদের যেমন করেছে উচ্ছ্বসিত, তেমনি করেছে মুগ্ধ।
নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা.