1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনঃ মেয়র পদে ৫ জনসহ ৫৩ প্রার্থীর মনোনয়ন দাখিল


জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আসন্ন পৌরসভার নির্বাচনে আজ রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাঁচ মেয়র প্রার্থীসহ ৫৩ জন প্রার্থী উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারি রির্টানিং অফিসার মুজিবুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হয়।

মেয়র পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন, স্বতন্ত্র প্রার্থী পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজদ আলী শফিক ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী বিঞ্চু রায়। এছাড়া পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর আগেরদিন গত শনিবার ৫জন কাউন্সিলর ও একজন নারী কাউন্সিলরসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

এদিকে সকাল সাড়ে ১১টায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আমজাদ আলী শফিক মনোনয়নপত্র জমা দেন সহকারী রির্টানিং অফিসারের নিকট। এরপর স্বতন্ত্র প্রার্থী বিঞ্চু রায় তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। দুপুর ১২টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া মনোনয়ন ফরম জমা দেন। বেলা দুইটায় স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার হোসেন ও বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন মনোনয়নপত্র দাখিল করেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মুজিবুর রহমান বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিনে ৫ প্রার্থীসহ ৫৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

তিনি জানান, আগামী ২২ ডিসেম্বর প্রার্থীদের যাছাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, ৩০ ডিসেম্বের প্রতিক বরাদ্দ এবং ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬শ’ ৪২ জন। পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ’ ৯২জন ও নারী ভোটার ১৪ হাজার ২শ’ ৫০জন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet