নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা,কেক কাটা এবং শিক্ষা উপকরণ বিতরণ সহ বর্ণাঢ্য কর্মকান্ডের মাধ্যমে উদযাপন করেছে জগন্নাথপুর উপজেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।
শনিবার সকাল ১১ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর উপজেলা শাখা আহবায়ক ইমাদ উদ্দিন আকাশের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক জুয়েল হোসেন ও জিল্লুর রহমানের যৌথ্য পরিচালনায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য সামিনুর রহমান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কোষাধ্যক্ষ ও মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,সাংগঠনিক সম্পাদক বাবু জয়দীপ সূত্রধর বীরেন্দ্র,যুবলীগ নেতা রাজিব চৌধুরী,উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূইয়া,মুক্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল ফজল,সহ-সভাপতি সৈয়দ জিতু মিয়া প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-আহবায়ক আলী আহমদ,স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ছাদিকুর রহমান,মুহাম্মদ আলী,সফু আহমদ,গোলাম দস্তগীর জনি,রুদ্র দাস প্রমুখ।
অতিথিদের বক্তব্যের পর পথ শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা শেখ রাসেল পরিষদের যুগ্ম-আহবায়ক ফয়জুল হক মিনার,মিজু আহমদ,সদস্য মাহবুবুল হক,শামিম আহমদ,সুলেমান আহমদ,আমির হামজা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।