নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২০ জুন, ২০২২
জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জের অসহায় মানুষদের সহায়তা করছে সামাজিক সংগঠন “অসহায় মানুষের পাশে আমরা”। সোমবার জকিগঞ্জ পৌর এলাকার জকিগঞ্জ সরকারি কলেজের বন্যায় আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অনেকের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
আয়োজক মুনিম আহমদ, বুলবুল আহমদ, মুহিত আহমদ জানান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা করতে অর্থায়ন করেছেন লন্ডন প্রবাসী জুনু মিয়া।তাঁর অর্থায়নে আমরা আশ্রয় কেন্দ্রের মানুষদের সহযোগিতা করছি। আগামীতেও এসব মানবিক মানুষের অর্থায়নে আমরা ত্রাণ বিতরণ করবো।