নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট নগরের উপশহরের বাসিন্দা শাব্বির আহমদের বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর পৌণে ২টায় উপশহরের ই ব্লকের ৩৮নং রোডের ২নং বাসায় এ ঘটনা ঘটে।
তবে বড় ধরণের কোন ঘটনা ঘটার আগেই স্থানীয়রা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসার মালিক শাব্বির।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসার মালিক শাব্বির আহমদ বলেন, তিনি নামাজ থেকে গিয়ে দেখেন বাসার নিচে আগুন জ্বলছে। এসময় এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টাকালীন সময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। বিদ্যুৎতের বেশ কিছু লাইন ও বৈদ্যুতিক অনেক কিছু পুড়ে গেছে।
তিনি বলেন, যথাসময়ে আগুনের সূত্রপাত দেখে তা নিয়ন্ত্রণ করায় রক্ষা পেয়েছেন। তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন।
স্থানীয় জনগন বলেন, উপশহরে ফায়ার সার্ভিসের নির্ধারিত স্থান থাকলেও এখনো সেখানে ফায়ার ব্রিগেড স্থাপন করা হয়নি। যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই তারা দ্রুত ফায়ার ব্রিগেড স্থাপন করার জোর দাবি জানান।