
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তারের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর, লুটপাট ও নারীদের শ্লীলতাহানি করেছে।
বুধবার রাতে ৮-১০ সদস্যের এক দল সন্ত্রাসী চাপাতি, ছুরি, রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
হামলায় ছাত্রলীগ নেত্রী স্বর্ণালী আক্তার (২২), তার পিতা আমির হোসেন (৪৫), মা হাছিনা বেগম (৪০) ও ছোটভাই জাহিদুল ইসলাম হিমেল (১৭) আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার বাদী হয়ে চনপাড়া এলাকার স্বামী হাসান মুহুরী ও স্ত্রী বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামি জয়নাল আবেদিন (৩০), শাহীন মিয়া (৩২), চনপাড়া এলাকার সন্ত্রাসী রাজা মিয়া (২৭), শাকিল আহমেদ (২০), মুন্না মিয়া (২১) ও বিল্লাল হোসেনকে (২৬) আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূগপঞ্জ থানার ওসি জসীম উদ্দিন বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
নিউজপয়েন্ট সিলেট/এস.এস