1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১৭ মার্চ, ২০২১

ছাত্রলীগ নেতা আব্দুস সামাদের সূস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা


নিউজ পয়েন্ট ডেস্কঃ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদের রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দেশে এবং বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া কামনা করছেন আব্দুস সামাদের ছোট ভাই আব্দুল আহাদ অভি।

অনলাইন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আব্দুস সামাদের ছোট ভাই আব্দুল আহাদ অভি জানান, আমার বড় ভাই আব্দুস সামাদ বিগত ছয়দিন যাবৎ হালকা অসূস্থতা অনুভব করে আসছিলেন এবং নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।
আজ বুধবার (১৭ মার্চ) ভাইয়ের জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়লে ভাইকে নিয়ে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেই এবং ওসমানি মেডিকেল রেফার্ড করায় শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বিকেল থেকে কিছুটা সূস্থ আছেন।

আব্দুস সামাদের ছোট ভাই আরোও জানান, আজ করোনা টেষ্টের স্যাম্পল নেওয়া হয়েছে, ৭২ ঘন্টা পর রিপোর্ট আসবে,
তিনি বলেন আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমার ভাইকে সবাই ফোন কল না করে দোয়া করবেন, যেনো খুব তাড়াতাড়ি আমার ভাই সূস্থতা ফিরে পান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet