নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাট থেকে আটক এক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।
তার নাম মো. সুজন মিয়া ( ২০)। সে গণেশপুর গণেশপুরহাজীবাড়ীর মৃত আব্দুল হান্নানের ছেলে।
আজ সোমবার ( ১৯ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শ্রীকুটা আদর্শ বিদ্যালয়ের সামনে থেকে আটক করে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।
এসময় তার কাছ থেকে প্রায় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, তারা তাকে চুনরুঘাট থানায় হস্তান্তর করেছেন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা পুলিশ।