নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেক চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জের কর্মধা গ্রামে নিজ বাড়ি সংলগ্নে জানাজা শেষে পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়।
আব্দুল বারেকের জানাযায় অংশ নেন সিলেট-০৩ (দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ,বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
বুধবার (৪ নভেম্বর) রাতে তিনি ফেঞ্চুগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।