নিউজ পয়েন্ট ডেক্স
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
নিউজ পয়েন্ট প্রতিবেদক :: গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৭২ জন। আর এদিন কোভিড-১৯ করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু ঘটেনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের বুলেটিনে জানানো হয় নতুন করে শনাক্ত হওয়া ৫৩ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৩৪ জন ও সুনামগঞ্জে ৬ জন , হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজারে ৫ জন শনাক্ত হন।
এদিকে বিভাগে সুস্থ হওয়া ৭২ জন রোগীদের মধ্যে সর্বাধিক সিলেটে ২৯ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ২৫ জন। হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ৮ জন রোগী করোনাকে জয় করেছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৬৪৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২৯৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৭১৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৮৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ৯৩০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১১ জন।