1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১ মে, ২০২১

চট্টগ্রামে “দেশরত্ন টেলিমেডিসিন সেবা” চালু করেছে ছাত্রলীগ


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামে রোগীদের জন্য ২৪ ঘন্টা ‘দেশরত্ন টেলিমেডিসিন সেবা’ চালু করেছে মহানগর ছাত্রলীগ।

টেলিমেডিসিন সেবার সমন্বয়ক নাঈম আশরাফ অভি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, চলমান লকডাউনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ বদ্ধপরিকর। যার ফলশ্রুতিতে আমরা টেলিমেডিসিন সেবা শুরু করেছি এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করার চেষ্টা করছি।

চট্টগ্রামে ‘দেশরত্ন টেলিমেডিসিন সেবা’য় নিয়োজিত ডাক্তাররা হলেন- ডা. এ কে দাশ (মেডিসিন, মা ও শিশুরোগ) মোবাইল: ০১৯২৪২৮০৫৬০, ডা. এইচ এম ফয়েজুল্লাহ্  (চক্ষুরোগ) মোবাইল: ০১৭২২৫১৩৬৬৫, ডা. মানিজা আরমিন চৌধুরী (গাইনি ও প্রসূতি) মোবাইল: ০১৬৮৬০০৯৬৬৬, ডা. সৈয়দ মেজবা উদ্দিন সবুজ (মেডিসিন) মোবাইল: ০১৮১১১০০৫৭০, ডা. আদেলী এদিব খান (ডেন্টিস্ট) মোবাইল: ০১৫৩২৩৩৩৭৭৭ এবং ডা. মাঈনুদ্দিন হাসান (মেডিসিন) মোবাইল: ০১৮৩২৩৫৯২৫৮।

নিউজপয়েন্ট সিলেট/সবুজ শর্মা

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet