1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

গ্লোব বায়োটেকের ভ্যাকসিন নিতে চায় নেপাল


নিউজ পয়েন্ট ডেস্ক:: করোনার ভ্যাকসিন ব্যানকোভিড নেয়ার জন্য গ্লোব বায়োটেকের সঙ্গে চুক্তি করেছে নেপাল। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) তেজগাঁওয়ে গ্লোবের করপোরেট অফিসে এক সমঝোতা হয়।

নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র ও গ্লোবের চেয়ারম্যান হারুনুর রশীদের মধ্যে এক সমঝোতা হয়। ডা. বংশীধর মিশ্র বলেন, নেপাল ‘ব্যানকোভিডের’ ক্লিনিক্যাল ট্রায়ালে আগ্রহী। এটি একটি বিরাট অর্জন। নেপালের ‘আনমোল’ নামের একটি কোম্পানি গ্লোব বায়োটেকের টিকা নেবে।

গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, ২ কোটি ডোজ ব্যানকোভিড নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে নেপাল। এছাড়া আরও একটি দেশ এই ভ্যাকসিনের ২০ মিলিয়ন ডোজ নিতে চেয়েছে। তবে তিনি এই দেশটির নাম বলেননি।

গত ৫ অক্টোবর গ্লোব জানায়, গ্লোব সফলভাবে প্রাণিদেহে তাদের ট্রায়াল সম্পন্ন করেছে, এখন হিউম্যান ট্রায়ালে যওয়ার জন্য প্রস্তুত। সেদিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ জানান, সব ঠিকঠাক থাকলে, সরকারের সার্বিক সহযোগিতা পেলে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে আসবে। তবে এজন্য তিনি সরকারের পৃষ্ঠপোষকতার জন্য আবেদন করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet