
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২১ এপ্রিল, ২০২১
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
হেফাজত নেতা আতাউল্লাহ আমিনের বিরুদ্ধে ২০১৩ সালের মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনীর সূত্রে জানা গেছে।
প্রায় দুই সপ্তাহ ধরে রাহমানিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মাওলানা আতাউল্লাহ আমিন।