নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১০ এপ্রিল, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেটের জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রীন বাংলা’কে নিয়ে ছড়াকার ও কলামিস্ট প্রশান্ত লিটন এর লেখা কবিতা-
গ্রীন বাংলা
প্রশান্ত লিটন
গ্রীন বাংলা চ্যানেলের
সুনাম আছে বেশ
দেশের সীমা পেড়িয়ে তা
ছড়িয়েছে বিদেশ।
ছাত্র শিক্ষক ডাক্তার
চাকুরীজীবি কবি,
আছেন উকিল সাংবাদিক
ব্যাবসায়ী সবই।
সব নাটকের শেষে থাকে
সুন্দর কিছু বার্তা,
মজার মজার কাহিনীতে
ছাড়ায় না কভু মাত্রা।
শিক্ষনীয় গল্প আর
সচেতনতার বিষয়,
মজার সব সংলাপে হয়
দর্শকের মন জয়।
দেখে বদলাই শিখে বদলাই
একটাই শ্লোগান,
গ্রীন বাংলার নাটক মানেই
ভরে মন আর প্রান।
এনপিএস/সাহিত্য ২৬০