
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১৪ মার্চ রাত ৮টায় গ্রীণপ্লান সিলেটের এক আলোচনা সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
গ্রীণপ্লান সিলেটের চেয়ারম্যান ব্যাংকার মো: মোশতাক চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী এম আলী হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে গ্রীণপ্লান সিলেটের ভাইস চেয়ারম্যান মো: শাহিন উদ্দিন, নির্বাহী সদস্য মো: এখলাছ উর রহমান এখলাছ, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সহ সেক্রেটারী মো: আলমগীর চৌধুরী, সদস্য মাস্টার তৌফিক মজিদ চৌধুরী ও মো: আব্দুল কাদির জীবন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, এবং আগামী বর্ষা মৌসুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচী পালনে সকলের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য।
সভায় সবার মতামতের ভিত্তিতে আগামী দিনের বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে।